27 C
আবহাওয়া
২:০৬ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ চলছে

বিএনএ, খাগড়াছড়ি: মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রসীত গ্রুপের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা দুর পাল্লার নৈশকোচগুলোকে নিরাপত্তা বাহিনী পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে টায়ার পুড়িয়ে অবরোধ করে রেখেছে ইউপিডিএফ। দুপুর ১২টা পর্যন্ত চলবে এ সড়ক অবরোধ।

এ দিকে আগামীকাল সোমবার থেকে ১৯ জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের অন্যান্য সদস্যদের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলায় সফর করার কথা রয়েছে।

সাধারন জনণের দাবি , মূলত: দেশেরে ভাবমূর্তি ক্ষুন্ন করা ও বিশ্ববাসীর কাছে পাহাড়ের চিত্র ভিন্নভাবে প্রচারের অপকৌশলের অংশ হিসেবে এমন কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

বিএনএ/ আনোয়ার হোসেন,ওজি

Loading


শিরোনাম বিএনএ