17 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলার আসামী এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকার সাউথল্যান্ড শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই যুবলীগ নেতার নাম দেলোয়ার হোসেন খোকা। তিনি নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্র জানা যায়, দেলোয়ার হোসেন খোকা একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ওই মামলা করা হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, শনিবার আগ্রাবাদ এলাকা থেকে তাকে স্থানীয় জনতার সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

Loading


শিরোনাম বিএনএ