25 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » ছয় মাস চাল আমদানি করার প্রয়োজন হয় নি

ছয় মাস চাল আমদানি করার প্রয়োজন হয় নি

২৫ শতাংশ শুল্কে চাল আমদানির সিদ্ধান্ত

ঢাকা : দেশে অভ্যন্তরীণ উৎপাদন ভালো হওয়ার কারণে ২০২৩ সালের গত ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কোনো চাল আমদানি করার প্রয়োজন হয় নি বলে জানিয়েছে কেন্দ্রীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তর জানায়, চলমান ২০২৩-২৪ অর্থবছরে আমন ধান কাটা চলছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে এখন পর্যন্ত প্রায় ৮২ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এবার ৫৮ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এবছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ১ কোটি ৭০ লাখ মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে আমনে  প্রায় ১ কোটি ৫৫ লাখ টন আর ২০২১-২২ অর্থবছরে ১ কোটি ৫০ লাখ টন চাল উৎপাদিত হয়েছিল।

অন্যদিকে আসন্ন বোরো মৌসুমে আবাদ লক্ষ্যমাত্রা ৫০ লাখ ৪০ হাজার হেক্টর ও ২ কোটি ২২ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। প্রায় সাড়ে ২৯ লাখ কৃষকের মাঝে ১৯৮ কোটি টাকার সার, বীজসহ বিভিন্ন প্রণোদনা বিনামূল্যে বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে চলমান আছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ