31 C
আবহাওয়া
১১:১৪ অপরাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

সুনামি

বিএনএ বিশ্ব ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইস্ট নুসা তেঙ্গারা এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে বলে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জানায় দেশটির আবহাওয়া বিভাগ।

আলজাজিরা জানিয়েছে, সুনামি সতর্কতা জারির পর ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন কয়েকটি এলাকার বাসিন্দারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিকাল সেন্টার ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ হতে পারে বলে অনুমান করছে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানায়, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মওমেরে শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মাটির ১৮.৫ কিলোমিটার অভ্যন্তরে। ভূমিকম্পের কারণে উপকূলের ১০০০ কিলোমিটার জুড়ে বিপজ্জনক ঢেউ তৈরির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।

প্যাসিফিক ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে প্রায়শই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনাও ঘটে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ