22 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আবাসিক মেডিকেল অফিসারের পদে দুই চিকিৎসক!

আবাসিক মেডিকেল অফিসারের পদে দুই চিকিৎসক!


বিএনএ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দুইজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন।  তারা হলেন, ডাঃ মোঃ সুমন ভূঁইয়া এবং ডাঃ মোঃ ফাইজুর রহমান (ফয়েজ)। ডাঃ সুমন  ২০২২ সালের ৫ এপ্রিল  মেডিকেল অফিসার (এমও) হিসেবে যোগদান করেন এবং বর্তমানে তিনি আরএমও হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে ডাঃ ফাইজুর রহমান ২০১৫ সালের ৮ আগস্ট থেকে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি  পর্যন্ত সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন।

ডাঃ ফাইজুর রহমান (বিএমডিসি রেজিঃ নং -৪৮৪৫৩) ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি  বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। কিন্তু যোগদান পরবর্তী কর্মস্থলে অনুপস্থিতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ  প্রদান করা হয়েছে। এতে অবস্থার উন্নতি না হওয়ায় তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তা সত্ত্বেও তিনি অদ্যাবধি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সম্প্রতি তিনি বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বদলির জন্য স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করছেন বলে জানা যায়। কিন্তু তার বদলি সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট পৌঁছায়নি। অর্থাৎ তিনি এখনো বরগুনা জেলার আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।

দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত থাকলেও ডাঃ ফাইজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরের “নাজ মেডিকেল সেন্টার” ও “আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারে” নিয়মিত রোগী দেখছেন এবং সার্টিফিকেট বাণিজ্য করে যাচ্ছেন। ২০২৪ সালের ৬ নভেম্বর জনৈক ব্যক্তিকে একটি মেডিকেল সনদ প্রদান করেন। তাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আরএমও পদবীটি নিজের পদবী হিসেবে ব্যবহার করেছেন।

বিষয়টি নিয়ে সদর হাসপাতালের আরএমও ডাঃ সুমন ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি অদ্যাবধি কর্মরত রয়েছেন।

ডাঃ ফাইজুর রহমান বিগত সরকারের আমলে চিকিৎসকদের মধ্যে প্রভাবশালী ছিলেন। তিনি স্বাচিপের নির্বাহী সদস্য ও বিএমএ’র জীবন সদস্য (০৭০০০৯১) ছিলেন। ডাঃ ফয়েজ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কর্মরত থাকাকালীন সময়ে দায়িত্বরত তত্ত্বাবধায়ককে নানাবিধ চাপে রাখতেন। নানামুখী চাপে তৎকালীন তত্ত্বাবধায়কের আকস্মিক মৃত্যু হয়। তার মৃত্যুর জন্য ডাঃ ফয়েজকে দায়ী করা হয়। এছাড়া তিনি বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন। এই সকল অভিযোগের প্রেক্ষিতে তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়, যা অনেকটা স্ট্যান্ড রিলিজের মতো।

রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি বর্তমানে বিএনপির প্রভাবশালী এক কেন্দ্রীয় নারীনেত্রীর ছত্রছায়ায় রয়েছেন। একই সাথে পুরোনো  আধিপত্য পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় রয়েছেন। নভেম্বর ‘২৪ এর প্রথম সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ তার এক আত্মীয়কে আটক করলে তিনি তাকে ছাড়িয়ে আনতে থানায় যান। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আরএমও হিসেবে পরিচয় দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এক সময়ের স্বাচিপের প্রভাবশালী সদস্য ও বর্তমান আরএমও হিসেবে পরিচয় প্রদানকারী ডাঃ ফয়েজ বিএনপির কেন্দ্রীয় এক নারীনেত্রীর সাথে সখ্যতা গড়েছেন। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ