বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ১০টি ল্যাবে ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভি আসে। শনাক্তদের মধ্যে ৬ জন নগরের ও ১জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৪ জনের।
বিএনএনিউজ/ এমএফ