30 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে স্ত্রী-র সামনে ট্রাভেল এজেন্সির মালিককে হত্যার অভিযোগ

রাজধানীতে স্ত্রী-র সামনে ট্রাভেল এজেন্সির মালিককে হত্যার অভিযোগ


বিএনএ, ঢাকা : রাজধানীর কাকরাইলে শান্তিনগর প্লাজায় পারিবারিক সমস্যা নিয়ে স্ত্রীর সামনেই কিল–ঘুষিতে এম  বাহার উদ্দিন (৪৫) নামে এক ট্রাভেল এজেন্সির মালিককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সোয়া পাঁচ টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাঁকে  আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালেনিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জয়নব বেগম অভিযোগ করে বলেন,  আমার সামনেই এম বাহার ওভারসিজ অফিসের ভেতরে তার বোনজামাই জাকের, ছোট ভাই ইউনুস ও বোন ফাতেমা বেগম মিলে তার স্বামীকে এলোপাতারি ভাবে আঘাত করে হত্যা করেছে। তারা তিনজন বাহারের মাথায় অনেক কিল–ঘুষি মারেন ও গলাচিপে ধরে দেয়ালের সঙ্গে ধরে রাখেন। পরে বাহার নিস্তেজ হয়ে পড়েন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে  আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নব আরও জানান, বাহার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার হার্টে দুটি ব্লক ছিল। ‘আমার বোনের জামাইয়ের দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাকে বলা হয়, আজ ভোর পাঁচটায় ফ্লাইট। এয়ারপোর্টে তিন ঘণ্টা আগে আসতে হবে। কিন্তু তিনি ভেবেছেন, বিকাল পাঁচটায় ফ্লাইট। এ নিয়ে অফিসের মধ্যে আমার বোনের জামাই, বোন ও ছোট ভাইয়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা কিল–ঘুষি মেরে আমার স্বামীকে মেরে ফেলে।’

জয়নব বলেন, ‘আমার চোখের সামনে স্বামীকে হত্যা করেছে, কিছুই করতে পারিনি। জিহাদ নামে ছয় বছরের একটি ছেলে আছে। তাকে নিয়ে এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। সে বাবা ছাড়া কিছুই বোঝে না। তার বাবাকে সে অনেক ডাকাডাকি করছে। কিন্তু তার বাবা তো আর কখনো ফিরে আসবে না। আমার এই অবুঝ শিশুটিকে কিভাবে আমি বোঝাব।’

শিশু জিহাদ বলছে ‘ওঠো বাবা ওঠো। মা, বাবা কথা কয় না কেন?’

নিহত বাহারের অফিসের স্টাফ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি আমাদের চোখের সামনেই হয়েছে। যেহেতু তাদের পারিবারিক বিষয়, সেজন্য আমরা কিছুই বলতে পারিনি। তাদের বলা হয়েছিল ভোর পাঁচটার ফ্লাইট। কিন্তু তারা মনে করেছে, বিকাল পাঁচটার ফ্লাইট। এই নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় কিল–ঘুষিতে আমাদের মালিক বাহার  মারা যান।’

রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ওসমান মাসুম বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। আমাদের আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কি ঘটনা ঘটেছে, কিভাবে তিনি মারা গেছেন, সে বিষয়ে আমরা তার স্ত্রীর সঙ্গে এবং ঘটনাস্থলে যিনি উপস্থিত ছিলেন তার সঙ্গে কথা বলছি।’মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ