40 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home »  প্রিয় শিক্ষককে শেষ বিদায় দিল বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও সহকর্মীরা

 প্রিয় শিক্ষককে শেষ বিদায় দিল বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও সহকর্মীরা

প্রিয় শিক্ষককে শেষ বিদায় দিল বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও সহকর্মীরা

বিএনএ,বশেমুরবিপ্রবি : অশ্রু ভেজা চোখে সড়ক দুর্ঘটনায় নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা কাজী মসিউর রহমান রাজিবকে শেষ বিদায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(  ১৪ ই অক্টোবর)   সকাল সাড়ে ১০ টায়  কাজী মসিউর রহমানের মৃতদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক এবং শেখ রাসেল হলের প্রভোস্ট শেখ ফায়েকুজ্জামান মিয়া বলেন, “তিনি শুধু ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শিক্ষক ছিলেন। তিনি আমারও শিক্ষক ছিলেন। সবসময় ছোট ভাইয়ের মত আগলে রেখেছেন। ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার সৎ সাহসটা আমি তার কাছ থেকেই পেয়েছি। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”

আইন অনুষদের ডিন প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, “তিনি অত্যন্ত মেধাবী এবং প্রগতিশীল একজন শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

জানাজা নামাজে বশেমুরবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তিনি কতটা জনপ্রিয় ছিলেন আমরা তা আজকে জানাজা নামাজেই দেখতে পাচ্ছি। তোমরা যারা ছাত্ররা আছো তারা যখনই নামাজ পড়বে তখনই তার জন্য দোয়া করবে এটা তোমাদের কাছ থেকে উনার সবথেকে বড় প্রাপ্য।”

জানাজা এবং শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষ কাজী মসিউর রহমানের মরদেহ নিজ বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার (১৩ অক্টোবর) ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় বাস ও ভ্যানের সংঘর্ষে কাজী মসিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মসিউর রহমান মৃত্যুবরণ করেন।

বিএনএ/  মুহা. ফাহীসুল হক ফয়সাল,ওজি

Loading


শিরোনাম বিএনএ