17 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ

বিএনএ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিনে মহানবমী আজ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে দেশের মণ্ডপগুলোতে বিহিত পূজার মাধ্যমে মহানবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

শাস্ত্র অনুযায়ী, ফুল, বেলপাতাসহ ষোড়শ উপাচারে শঙ্খ আর উলুধ্বনিতে দেবীর আরাধনা করছেন ভক্তরা। ইতোমধ্যে মণ্ডপে ভিড় জমিয়েছেন পুন্যার্থী ও দর্শনার্থীরা। রাতে নানা ঢঙে আরতি নিবেদনের মাধ্যমে উজ্জ্বল করে মেতে উঠবেন ভক্তরা। দিনভর চলবে চণ্ডিপাঠ। চলছে কীর্তন আর বন্দনা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেয়ার সময়। মহানবমীর দিনটিকে দুর্গাপূজার অন্তিম দিন বলা হয়। পরের দিন কেবল বিজয়া ও বিসর্জনের পর্ব চলে।

ফলে মাহামায়াকে বিদায় জানানোর ক্ষণ এখন নিকটে।  আর মাত্র একটি দিন, কাল দেবীর বিসর্জন। শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর মর্ত্য থেকে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ