30 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মন্দিরের মূর্তি চুরি

বোয়ালখালীতে মন্দিরের মূর্তি চুরি

বোয়ালখালীতে মন্দিরের মূর্তি চুরি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দিরে টিনের বেড়া কেটে চোরের দল নিয়ে গেছে পিতলের ১টি শিব মূর্তি, ১টি কালি মূর্তি, দানবাক্সসহ পূজার তৈজসপত্র। বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের দরপপাড়া ধনঞ্জয় মহাজন বাড়ির পারিবারিক মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা অনিক চৌধুরী বাসু জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মন্দির তালা বন্ধ করা হয়েছিল। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির লোকজন মন্দিরে গেলে চুরির ঘটনা জানতে পারেন।

তিনি বলেন, চোরের দল মন্দিরের বন্ধ দরজার পাশে টিন কেটে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। চুরি যাওয়া পিতলের মূর্তি দুইটি উচ্চতায় প্রায় এক ফুট হবে। উৎসবের সময় দানবাক্সে প্রচুর প্রণামীর টাকা পড়ে।

আরও পড়ুন: শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

স্থানীয়রা জানান, বার্ষিক উৎসবসহ নিত্য পুজা হয় মন্দিরে। চুরির ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে জানেন না বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজুল জব্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ