27 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » টেইলরের বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের হার

টেইলরের বিদায়ী ম্যাচে জিম্বাবুয়ের হার

টেইলর

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো মাঠে নামলেন ব্রেন্ডন টেইলর। মাঠে তাকে ‘গার্ড অব অনার’ দিল সতীর্থরা। তবে ম্যাচটা জয়ে রাঙাতে পারেনি জিম্বাবুয়ে। টেইলর নিজেও পারেননি মনে রাখার মতো কিছু করতে।

সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। প্রথম ওয়ানডে সফরকারী জিম্বাবুয়ে জিতেছিল ৩৮ রানে।

বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টি বাধায় ৩৮ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৩৪ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক ক্রেইগ আরভিন ৬৫ বলে ৫৭ রান করেন। বিদায়ী ম্যাচ খেলতে নামা টেইলর ওপেন করতে নেমে ১২ বলে ১ চারে ৭ রান করেন। আইরিশদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রাইন।

লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। সর্বোচ্চ ৪৩ রান করেন পল স্টার্লিং। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ম্যাচসেরা হয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সিরিজ সেরা উইলিয়াম পোর্টারফিল্ড। ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দুই দল। যা ৩-২ ব্যবধানে জিতেছিল আইরিশরা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ