বিএনএ, চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলন চলার সময় চট্টগ্রামের যেসব এলাকায় ছাত্র-জনতা জড়ো হয়েছিলেন সেখানে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপবিভাগের তত্ত্বাবধায় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ঝুলন কুমার দাশকে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতৃবৃন্দ বুধবার দুপুরে চসিক কার্যালয়ে এসে প্রাথমিকভাবে ২টি দাবি করেন। তারা জানান, ৩ আগস্ট থেকে ৫ আগস্ট, ২০২৪ রাতে জনাব ঝুলন কুমার দাশের নির্দেশনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়কবাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতৃবৃন্দ ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন দূর্নীতির প্রকাশিত সংবাদ উপস্থাপন করেন। তারা দুপুর ৩টা থেকে ১ ঘন্টার মধ্যে ঝুলন কুমার দাশকে চাকরি থেকে বরখাস্ত করা না হলে সংবাদ সম্মেলন করে ঝুলন কুমার দাশের বিভিন্ন দূর্নীতির তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরার ঘোষণা দেন।
জানা গেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অ. দা.) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে ঝুলন কুমার দাশের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত দূর্নীতির অভিযোগ তদন্তে জরুরি তদন্ত করার জন্য কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে আহ্বায়ক, মো. জসিম উদ্দিন, আইন কর্মকর্তাকে- সদস্য এবং মো. রেজাউল করিম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া মেয়রের একান্ত সহকারী হোসেন আওরঙ্গজেব শিবলু মঙ্গলবার চাকরি থেকে অব্যাহতির যে আবেদন করেছে তা গ্রহণ করা হয়েছে। ছাত্ররা লিখিতভাবে আরো কিছু দাবি জানিয়েছে সেগুলোও গ্রহণ করেছে বলে জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কার্যালয়ে প্রকৌশলী ঝুলন কুমার দাশকে না পেয়ে চসিকের প্রধান কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। পরে বিক্ষোভকারীরা ৯ দফা দাবিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/এইচমুন্নী