Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের সংবর্ধনা
ছাগলনাইয়া উপজেলা সংবাদ ফেনী জেলার সংবাদ বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম সব খবর

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের সংবর্ধনা

ছাগলনাইয়ায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কুরআনে হাফেজদের সংবর্ধনা

বিএনএ, ফেনী: ছাগলনাইয়ায় সংবর্ধিত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা ৯ হাফেজে কুরআন। রোববার (১৪আগস্ট) বিকেলে ছাগলনাইয়ার ঘোপালের সিংহ নগরে জাবালে নূর মসজিদ প্রাঙ্গনে এ সংবর্ধনার আয়োজন করেন ঢাকার দ্বীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গণী আহম্মদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা কুমিল্লার সধণ্যপুর মাদরাসার মুহতামীম মুফতী মুস্তাকুন্নবী কাসেমী। সংবর্ধিত হাফেজরা হলেন-ভারত (২০১২) ও সৌদি আরবে(২০১৩) অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী নাজমুস সাকিব, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী ক্বারী মু.জাকারিয়া, দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৭) ১ম স্থান অধিকারী তরিকুল ইমলাম, সৌদি আরব আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৪) প্রথম স্থান অধিকারী আব্দুল্লাহ আল-মামুন, একই প্রতিযোগিতায় (২০১২) ৭৩ দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী তানভীর হুসাইন, সা’য়াদ সুরাইল, জর্ডান আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৯) সাইফুর রহমান ত্বকী, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৫) ১ম স্থান অধিকারী নাহিয়ান কাওসার, মিশর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা (২০১৮) ১ম স্থান অধিকারী মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া রশীদিয়া মাদরাসার মুহতামিম মুফতী শহীদুল্লাহ, জামেয়া মাদানীয়া সিলোনীয়া মাদরাসার নায়েবে মোহতামিম মুফতী আহম্মদ উল্লাহ, ফেনী জহিরিয়া মসজিদের খতীব মুহাদ্দিস, মুফতী মো: ইলিয়াস, করৈয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম ও বাংলাদেশ নও মুসলিম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মুফতী শরীফুল ইসলাম ইজ্জতপুরীসহ জেলার বিভিন্ন মাদরাসার আলেমরা।

অনুষ্ঠানে সংবর্ধিত কুরআনে হাফেজরা পবিত্র কুরআনুল ক্বারীমের বিভিন্ন অংশ থেকে তিলাওয়াত করেন। অনুষ্ঠানে আগত কয়েক হাজার শ্রোতা মন্ত্রমুগ্ধের মত সেই তিলাওয়াত শোনেন।

বিএনএ/নিজাম, এমএফ