30 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই উইকেটে টাইগারদের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই উইকেটে টাইগারদের জয়


বিএনএ, স্পোর্টস ডেস্ক : শেষতক জয়মাল্য গলায় পড়ল সাকিব বাহিনীর। শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই উইকেটে জয় পেল টাইগাররা। শেষের দিকে  শরীফুলের চারের মার  বাঁচিয়ে দিল  স্বাগতিককে।

শেষ ২ বলে দরকার ২ রান। হাতে ২ উইকেট। স্ট্রাইকে শরিফুল ইসলাম। পিনপতন নীরবতা পুরো স্টেডিয়ামে। তবে নাটকের শেষ হলো পঞ্চম বলেই, শরিফুল বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে ফেললেন। এতে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে নিয়েছে ১-০ লিড।

সামনে ১৫৫ রানের  লক্ষ্য। ১০ ওভার যেতেই ৬৪ রানে নেই ৪ উইকেট। । তবে তাওহিদ হৃদয় আর শামীম হোসেন পাটোয়ারী দেখালেন তারুণ্যের শক্তি। চাপের মুখে ভড়কে না গিয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন তারা। এই জুটিতেই ম্যাচটা চলে আসে বাংলাদেশের দিকে। এ সময় দুজন মিলে গড়েন ৭৩ রানের মহামূল্যবান জুটি। জয় নিয়ে ফিরতে পারেননি শামীম। রশিদের বলে আউট হয়েছেন ব্যক্তিগত ২৫ বলে ৩৩ রানে।

এর আগে শুক্রবার(১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান।  টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

মোহাম্মদ নবীর ফিফটিতে স্বাগতিকদের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন হযরত উল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। ধীর গতির শুরু করলেও দ্বিতীয় ওভারেই টাইগার বোলারদের ওপর চড়াও হয় এ জুটি। তবে নাসুমের স্পিনে পরাস্ত হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন জাজাই।

এরপর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। ম্যাচের চতুর্থ ওভারে মেহেদী মিরাজের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রহমানউল্লাহ। তাসকিনের বলে আউট হওয়ার আগে দুই বাউন্ডারি ও এক ছয়ে ১৬ রান করেন তিনি।

এর মধ্যে  চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেন নবী ও নাজিবউল্লাহ জুটি। এ জুটি থেকে আসে ৩৫ রান। ম্যাচের ১৩তম ওভারে নাজিবউল্লাহকে লিটনের তালুবন্দী করেন মেহেদী। আউট হওয়ার আগে ২৩ রান করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে চার ও ছক্কা বৃষ্টিতে দ্রুতগতিতে রান তুলতে থাকেন আজমতউল্লাহ ওমরজাই।  সাকিব ঘূর্ণিতে ৩৩ রানেই তাকে থামান।  এরপর উইকেটে আসেন আফগান দলপতি রশিদ খান।

ম্যাচের ১৯.৩ বলে মুস্তাফিজকে বাউন্ডারি হাকিয়ে টি-২০ ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক তুলে নেন নবী। এরপর আরো ৪ রান যোগ করেন তিনি। এতে আফগানদের ইনিংস থামে ১৫৪ রানে।

উইকেট পতন( আফগানিস্তান) :  ১/১৬ (জাজাই), ২/২৬ (গুরবাজ), ৩/৩২ (ইব্রাহিম), ৪/৫২ (জানাত), ৫/৮৭ (নাজিবুল্লাহ), ৬/১৪৩ (ওমারজাই), ৭/১৫২ (রশিদ)।

উইকেট পতন(বাংলাদেশ)  :  ১/৫ (রনি), ২/৩০ (শান্ত), ৩/৩৯ (লিটন), ৪/৬৪ (সাকিব), ৫/১৩৭ (শামিম), ৬/১৫৩ (মিরাজ) ৭/১৫৩ (তাসকিন) ৮/১৫৩ (নাসুম)।

ফল : বাংলাদেশ ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: তাওহিদ হৃদয়(বাংলাদেশ)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

আগামী রবিবার( ১৬ জুুলাই ২০২৩) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বিএনএ/ ওজি,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ