বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে নাটকের ব্যস্ততম অভিনেত্রী তিনি। সম্প্রতি এই অভিনেত্রীর ৫০টি নাটক কোটি ভিউ অতিক্রম করেছে। এর আগে এই কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিলেন মেহজাবীন চৌধুরী। তার পরে এ রেকর্ডের মাইলফলক ছুঁলেন তিশা। তার অভিনীত একান্নটি নাটক ইতিমধ্যে কোটি ভিউয়ের ক্লাবে প্রবেশ করেছে।
এমন সাফল্যে উচ্ছ্বসিত তানজিন তিশা বলেন, ‘এটা আমার জন্য সত্যি অনেক আনন্দের যে এতগুলো কাজ অনেক দর্শক পর্যন্ত পৌঁছেছে এবং তারা সেগুলো পছন্দ করেছে। আমি চেষ্টা করছি সবাইকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমার যারা শুভাকাঙ্ক্ষী বা দর্শক রয়েছেন তাদের সাপোর্ট না পেলে হয়তো এটা সম্ভব হতো না। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসাথে ধন্যবাদ জানাতে চাই এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’
এই তারকা আরও বলেন, ‘আমার কাছে মনে হয় ভিউ একটা সংখ্যা মাত্র। একটা কাজ ভিউ হলো মানে কাজটা অনেক বেশি দর্শক দেখেছে। ভিউ আর মান দুটো আলাদা বিষয়। যেহেতু কাজগুলোতে অনেক ভিউ হয়েছে তার মানে দর্শক পছন্দ করেছেন। তবে কাজের ক্ষেত্রে আমি এখন মানটা সবার আগে দেখি। যেমন- এবার ঈদে মাত্র পাঁচটা কাজ করেছি, কাজগুলো দর্শক পছন্দও করেছেন। সংখ্যায় কম হলেও মানসম্পন্ন কাজটাই করতে চাই।’
গত সোমবার ‘কঞ্জুস ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ২’ নাটক দুটি কোটির ক্লাবে প্রবেশ করে। সব মিলিয়ে অভিনেত্রীর কোটি ভিউ অতিক্রম করা নাটকের সংখ্যা দাঁড়ায় ৫১টি। নাটকগুলো হলো- অবুঝ দিনের গল্প, ঘটক, শেষটা অন্যরকম ছিলো, প্রেমছবি, ছেলেটা বেয়াদব ইত্যাদি।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা