চৌধুরীহাট রেললাইনের উপর গরুর বাজার জুন ১৪, ২০২৪জুন ১৪, ২০২৪ চট্টগ্রামের ফতেয়াবাদ চৌধুরীহাট রেললাইনের উপরে গরুর বাজার বসেছে। গরু কম থাকলেও ক্রেতা প্রচুর। দামও অনেক চড়া। মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে নগরীর চৌধুরীহাট রেল স্টেশন এলাকায়। ছবি- সাইদুল আজাদ বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী