বিএনএ, বিনোদন ডেস্ক : মার্কিন অভিনেতা ট্রিট উইলিয়ামস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। সোমবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ভারমন্ড অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ট্রিট উইলিয়ামস একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একটি এসইউভি (গাড়ি) মোড় নিতে ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়েন অভিনেতা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে ট্রিট উইলিয়ামস ১৩০টির বেশি প্রজেক্টে কাজ করেছেন। ১৯৭৫ সালের থ্রিলার ছবি ‘ডেডলি হিরো’ দিয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন। তবে তিনি দর্শকমহলে পরিচিত ‘হেয়ার’, ‘১৯৪১’, ‘দ্য ঈগল হ্যাজ ল্যান্ডেড’, ‘প্রিন্স অব দ্য সিটি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’, ‘দ্য লাস্ট শিফট’ ও ‘১২৭ হাওয়ারস’ ছবির জন্য।
বিএনএনিউজ/এইচ.এম।