Bnanews24.com
Home » বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার 
সব খবর

বোয়ালখালীতে যুবকের মরদেহ উদ্ধার 

মরদেহ উদ্ধার

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তার পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানা উপ-পরিদর্শক সুমন কান্তি দে বলেন, সড়কের পাশে মরদেহটি পড়েছিলো। যুবকের গায়ে লালকালো রঙের চেক শার্ট ও পড়নে কালো চেকের লুঙ্গি ছিল। সুরতহাল প্রতিবেদনে গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে মৃত যুবকের নাম শাহীন। তিনি ৩-৪ মাস আগে ফেনী জেলা থেকে করলডেঙ্গায় আসেন এবং দিনমজুরীর কাজ করতেন। যদিও সঠিক করে যুবকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি কেউ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।