24 C
আবহাওয়া
৪:২৩ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২৩ জনের মৃত্যু

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২৩ জনের মৃত্যু

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২৩ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্কঃ ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‌‘মেগি’র আঘাতে এখন পর্যন্ত ১২৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকার জানিয়েছে, পাহাড়ি প্রদেশ লেইতে প্রবল বর্ষণে ভূমিধসে ৮৬ জনের মতো হতাহত হয়েছেন। এছাড়া একাধিক জায়গায় অতি বৃষ্টিতে এবং ঝড়ে আরও অনেকে মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজন উদ্ধারে রাবারের নৌকা ব্যবহার করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বহু গাছপালা। রাস্তা ঘাট কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

৭ হাজার ৬০০টির বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ফিলিপাইন বছরে গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কবলে পড়ে। এ বছর ফিলিপাইনে আঘাত হানা প্রথম ঘূর্নিঝড় হলো মেগি। ঘূর্ণিঝড় মেগি প্রতি ঘন্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত একটানা বাতাস এবং সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতির ঝড়ো হাওয়া নিয়ে রোববার আঘাত হেনেছিল।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে দেশটিতে টাইফুন আঘাতে প্রায় ৪ শতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন প্রায় ১৪ হাজার। এ ছাড়া ২০১৩ সালে টাইফুন হাইয়ানের প্রভাবে ৬ হাজারের বেশি মৃত্যু হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ