36 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ৯৬ জনের মৃত্যু

করোনায় আরও ৯৬ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ জন। এটা একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৯শ’ ৮৭ জনে।

বুধবার (১৪ই এপ্রিল) করোনাভাইরাস নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ২শ’ ৫৫টি ল্যাবে অ্যান্টিজেনসহ ২৪ হাজার ৮’শ ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গেল ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৬ জনের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৯,৬৬১ জনের মধ্যে ৭ হাজার ৪৩৫ জন পুরুষ ও ২,৫৫২ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫,৩৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.০৯ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, আবারো বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যা। আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করলেও আবারো বেড়েই চলেছে সংক্রমণ হার।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ