20 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সেপ্টেম্বরেই আফগানিস্তান ছাড়ার ঘোষণা মার্কিন বাহিনীর

সেপ্টেম্বরেই আফগানিস্তান ছাড়ার ঘোষণা মার্কিন বাহিনীর

আফগানিস্তান ছাড়ার ঘোষণা মার্কিন বাহিনীর

বিএনএ, বিশ্ব ডেস্ক : আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছাড়বেন বলে ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

কাতারের রাজধানী দোহায় গত বছরের ২৯ ফেব্রুয়ারিতে শান্তি চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সরকার ঘোষণা দেয়, সশস্ত্র সংগঠন তালিবান যদি তাদের প্রতিশ্রুতি বজায় রাখে তাহলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তান থেকে পরবর্তী ১৪ মাসের (২০২১ সালের মে) মধ্যে সকল সেনা প্রত্যাহার করে নেবে।

চুক্তির আওতায় আরও ছিল, তালিবান নেতারা তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে আল-কায়দাকে কর্মকাণ্ড চালাতে দেবে না এবং জাতীয় শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আলোচনায় বসবে।

নাইন-ইলেভেনের পর (২০০১ সালের ১১ সেপ্টেম্বর) তালিবান যোদ্ধাদের উৎখাত করতে আফগানিস্তানে ওই বছর থেকে মার্কিন সেনা নিয়োজিত হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ