বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইমসেন বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদারের সঙ্গে এক সৌজন্যে বৈঠকে মিলিত হন। পোর্টল্যান্ড গ্রুপের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আবদুস সালাম সাদ্দাম মোহাইমসেন এবং মিজানুর রহমান মজুমদার দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইরাকের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চৌকস নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। সারাদেশে উন্নয়নের জোয়ার দেখা যাচ্ছে। বাংলাদেশের এ উন্নয়ন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নত দেশের কাতারে সামিল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, ন্যায়পরায়না ও দেশপ্রেমের কারণে বাংলাদেশ বিশ্বের বিস্ময় হয়ে ওঠেছে। দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, শিল্পসহ নানা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অনেক দেশকে পিছনে ফেলে এগিয়ে আছে। দেশের এ অগ্রযাত্রায় পেট্রোলিয়ামসহ বিভিন্ন সেক্টরে ইরাককে বিনিয়োগ করার আহ্বান জানান।
মিজানুর রহমান মজুমদার বাংলাদেশ এবং মুসলিম উম্মাহর পাশে থাকায় ইরাক সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। ইরাকের রাষ্ট্রদূত বিএনএ সম্পাদককে ইরাক সরকারের শুভেচ্ছা স্বরূপ একটি ক্রেস্ট উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) এর উপদেষ্টা পর্ষদের সদস্য রবিউল হোসেন বাবু, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মুমিনুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।
বিএনএনিউজ/এইচ.এম।