বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের সামনে নির্মানাধীন এলিভেটেড এক্সসপ্রেসওয়ের গার্ডার পড়ে বিদেশিসহ চার শ্রমিক আহত হয়েছেন।
রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এ সময় শ্রমিকরা গার্ডার বসানোর কাজ করছিলেন। একটি গার্ডার নিচে পড়ে গেলে এক শ্রমিক ছিটকে নিচে পড়ে যান। এ সময় গার্ডারের উপরে আটকে থাকেন আরো তিন জন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আসেন প্রকল্পের কর্মকর্তারাও। এলিভেটেড এক্সসপ্রেসওয়ের বিদেশি শ্রমিকরাও কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিএনএনিউজ২৪/ এমএইচ