বিএনএ ডেস্ক, ঢাকা: অন্যায়ের কাছে মাথা নত করিনি বলেই আজ সত্যের জয় হয়েছে আর মিথ্যার পরাজয় ঘটেছে। এমন মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) শাবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
উপাচার্য ফরিদ উদ্দিন বলেন, একজন শিক্ষক, ছাত্র বা একজন ব্যক্তি এসে ন্যায্য কথা বললে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা গুরুত্ব দিয়ে সমাধানের ব্যবস্থা করবে। বলেন, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। ভালো কাজ করলে তা তুলে ধরতে সবার কাছে অনুরোধ জানান উপাচার্য। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুরো জাতিকে বিভ্রান্তি করার অনুরোধ জনান তিনি।
গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জরুরি ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া হয়েছে, চলবে অনলাইন ক্লাসও।
শিক্ষার্থীর আন্দোলন শুরুর মাসখানেক পর সোমবার প্রকাশ্যে কথা বললেন উপাচার্য ফরিদ উদ্দিন। আগামী তিন বছরের মধ্যে শাবিপ্রবিকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
বিএনএ/ এ আর