16 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » BPL : খুলনা-চট্টগ্রাম,বরিশাল-কুমিল্লা মুখোমুখি আজ

BPL : খুলনা-চট্টগ্রাম,বরিশাল-কুমিল্লা মুখোমুখি আজ

bpl

আফিফের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর মুশফিকের খুলনা টাইগার্স আজ সোমবার(১৪ফেব্রুয়ারি)পরস্পর মুখোমুখি হচ্ছে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে এলিমেনেটর রাউন্ডের প্রথম এই ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

লনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দু’দলেরই ১০ ম্যাচে জয় ও হার ৫টি করে। এ দু’দল আজ লড়বে এলিমিনেটর ম্যাচে। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ফাইনালে উঠতে।

এদিকে বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের ধারায় থেকে ফাইনাল নিশ্চিত করতে চায় বরিশাল। আর প্রতিপক্ষের বিপক্ষে লিগপর্বে পাওয়া জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে উঠতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।

বরিশাল ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। হার মাত্র দুটি। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি এক ম্যাচে। সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে তারা।

দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে দলটির পয়েন্ট ১৩। ছয় ম্যাচে জয় ও তিনটিতে হার। এক ম্যাচ পয়েন্ট ভাগাভাগি। শীর্ষে থাকা এ দু’দল লড়বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। জয়ী দল চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সুযোগ পাবে আরো একটি ম্যাচ খেলার।

bnanews24,GN

Loading


শিরোনাম বিএনএ