25 C
আবহাওয়া
১২:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কাল চেয়ারে বসছেন নতুন মেয়র

কাল চেয়ারে বসছেন নতুন মেয়র

কাল চেয়ারে বসছেন নতুন মেয়র

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে আগামীকাল সোমবার (১৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করছেন মো. রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

রোববার (১৪ ফেব্রুয়ারি) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টির নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করান।

এরআগে গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিজয়ী হয়ে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৩১ জানুয়ারি মেয়র ও নতুন নির্বাচিত কাউন্সিলরদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২০২০ সালের ২৯ মার্চ চসিক নির্বাচন করোনার কারণে স্থগিত হয়ে যায়। তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদকাল শেষ হলে সরকার নগর আওয়ামী লীগ সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে ৬ আগস্ট চসিকের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়েছিল।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ