বিএনএ, বিশ্বডেস্ক : মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু বলেছেন, আমাদের দেশ ছোট হতে পারে, তবে আমাদের ধমক দেওয়ার লাইসেন্স কারও নেই। আমরা কারও বাড়ির উঠানে নেই। আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।
শনিবার(১২ জানুয়ারি) চীনে পাঁচ দিনের উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই এমন মন্তব্য করেন তিনি।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের তিন মন্ত্রী বিতর্কিত পোস্ট করেন। সেটি ঘিরে দুই দেশের মধ্যে শুরু হয় ক্রমবর্ধমান কূটনৈতিক বিবাদ। বহু ভারতীয় মালদ্বীপে ভ্রমণ করা বাতিল করছেন। এসব ঘটনার মধ্যেই মুইজ্জু এমন মন্তব্য করলেন।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীদের ‘বিতর্কিত’ মন্তব্যের পর উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়েছে। এর মধ্যে চীন সফরে গিয়ে মালদ্বীপে আরও বেশি বিনিয়োগ ও চীনা পর্যটক পাঠাতে বেইজিংয়ের প্রতি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মুইজ্জু। আর মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার।
বিএনএ/ ওজি