15 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে মাঠে নামছে দল দুইটি।

হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় পড়ার কারণে এই ম্যাচে মাঠে নামা হবে না মার্কোস অ্যাকুনা আর গঞ্জালো মন্টিয়েলের।

অ্যাঞ্জেল ডি মারিয়া আর রদ্রিগো ডি পলের ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে আর্জেন্টাইন কোচ স্কালোনিকে। তবে তিনি জানিয়েছেন, সুস্থ আছেন দুজনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর দল বেশ চাঙা আছে। অনুশীলনে তাদের (ডি মারিয়া, ডি পল) অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি। তারা ঠিক আছে, যেটা আমাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।’

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নিকোলাস ট্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ