18 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ববি শিক্ষক সমিতির নেতৃত্বে আরিফ-রিফাত

ববি শিক্ষক সমিতির নেতৃত্বে আরিফ-রিফাত

ববি শিক্ষক সমিতির নেতৃত্বে আরিফ-রিফাত

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ ২০২৩ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত মাহমুদ। সভাপতি পদে মো. আরিফ হোসেন ৮৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে রিফাত মাহমুদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোটগ্রহণ চলে। গণনা শেষে বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. সুব্রত কুমার দাস।

সমিতির সহ-সভাপতি পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুপ্রভাত হালদার।  যুগ্ম সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, কোষাধ্যক্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা নির্বাচিত হয়েছেন।

সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ক্রমানুসারে মো. ফরহাদ উদ্দীন, সুজন চন্দ্র পাল, মো. হাসিব, আবু সালেম, হোসনেয়ারা ডালিয়া, ড. মো. খোরশেদ আলম, অসীম কুমার নন্দী, ইমরান হোসেন, ড. মো. আবদুল কাইউম, টুম্পা সাহা।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ