21 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে বিয়ের গাড়ি খাদে পড়ে নিহত ১৪

পাকিস্তানে বিয়ের গাড়ি খাদে পড়ে নিহত ১৪


বিএনএ, বিশ্বডেস্ক : উত্তর পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন এবং আরও ১২ জন এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় স্থানীয় সময় দুপুর একটায় একটি ব্রিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

গিলগিট বাল্টিস্তান অঞ্চলের কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, চালক দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা ইতোমধ্যে নদী থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং ১২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন এবং এলাকায় হিমশীতল তাপমাত্রার কারণে দুর্ঘটনা থেকে বেঁচে যাননি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনা পরবর্তীতে উদ্ধারের সময় নববধূকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তার আঘাতের কারণে তিনি মারা যান।

এ ঘটনার পর পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের স্বরণে গভীর শোক প্রকাশ করেন এবং উদ্ধার কাজ আরও ত্বরাণ্বিত করার প্রতি জোর দেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ