21 C
আবহাওয়া
১:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » একটি রাজনৈতিক দল আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে না-ফখরুল

একটি রাজনৈতিক দল আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে না-ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তিনি বলেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করবে।

বুধবার (১৩ নভেম্বর ২০২৪) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, “আমাদের মূল চিন্তা নির্বাচন নিয়ে, যেখানে এখনো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য কোনো পরিকল্পনা ঘোষণা করেনি।”

উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “দেশ পরিচালনার জন্য ২৫ থেকে ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। এই দায়িত্ব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের। তবে বিতর্কিত ব্যক্তিদের এড়ানো উচিত বলে তিনি মত দেন। কারণ, এ সরকারের সফলতা আমাদের সকলের দায়িত্ব।”

বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “অসহিষ্ণু হয়ে চলবে না, বরং প্রশ্ন করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিয়ে সঠিকভাবে নির্বাচন ও অন্যান্য সংস্কারকাজ শেষ করার সুযোগ দেওয়া উচিত। সবকিছু পলিটিক্স দিয়ে নয়, হৃদয় দিয়ে কাজ করতে হবে।”

তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বলেন, “বাজারে চাল, ডাল, তেলসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাপনকে সংকটে ফেলেছে। সরকারকে এ বিষয়ে নজর দেওয়া উচিত।”

পরে বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আব্দুল আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ