21 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অতিরিক্ত ভাড়া আদায়রোধে চট্টগ্রামে বাসে স্টিকার

অতিরিক্ত ভাড়া আদায়রোধে চট্টগ্রামে বাসে স্টিকার

চট্টগ্রামে গ্যাস-ডিজেল চালিত যানবাহন চেনাতে লাগানো হচ্ছে লাল-সবুজ স্টিকার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ডিজেল ও সিএনজি চালিত মোটরযান নির্ধারণপূর্বক আলাদা স্টিকার এবং ভাড়ার তালিকা যানবাহনে লাগানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শনিবার(১৩নভেম্বর) হতে এ কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের ডিসি মো. আলী হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিভিন্ন পয়েন্টে তালিকা করে বাসগুলোতে স্টিকার লাগিয়েছি। প্রথম দিনে প্রায় দেড়শ’ বাসে স্টিকার লাগোনো হয়েছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আগামীকালও বিভিন্ন বাসে স্টিকার লাগাবো। আর কেউ যদি স্টিকার ছিঁড়ে ফেলে বা নষ্ট করে ফেলে তাহলে আমরা গাড়ির নাম্বার ও তালিকা দেখে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

 

ডিজেলের দাম এক দফায় ১৫ টাকা বাড়ানোর পর বাস মালিকদের ধর্মঘট ও দাবির মুখে গত ৭ নভেম্বর বিআরটিএ ও মালিকদের সভায় বাসভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়।

অভিযোগ রয়েছে, বাস চালক ও সহকারিরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছে।

No description available.

চট্টগ্রাম নগরে ডিজেল ও সিএনজি চালিত বাস শনাক্ত করতে প্রথম দিনেই প্রায় দেড়শ’ বাসে স্টিকার লাগিয়েছে ট্রাফিক পুলিশ। ডিজেল চালিত যানগুলোতে লাল এবং সিএনজির বেলায় সবুজ রঙের স্টিকার লাগানো হয়েছে।
No description available.

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ