নোয়াখালী: অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, “দেশে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের প্রয়োজন ৪ হাজার এমসিএফ (মিলিয়ন কিউবিক ফিট) গ্যাস, কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৩ হাজার এমসিএফ। ফলে, আমাদের আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। এই মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।”
তিনি আরও উল্লেখ করেন, “১৬ বছরের সমস্যা দুই মাসে সমাধান করা সম্ভব নয়।”
রোববার (১২ অক্টোবর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) খনন কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ার কথা উল্লেখ করে ফাওজুল কবির বলেন, “দেশে লুটপাট হয়েছে, এটা সবাই জানেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থাকব এবং আমাদের অনুসরণ করে সচিবরাও দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন। আগে গ্যাসের দাম সরকার নির্ধারণ করত, কিন্তু এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের দাম নির্ধারণ করে।”
এই সময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক, এবং বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনএ, এসজিএন