বিএনএ, বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪১৯ জন রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক সাংবাদিকদের জানান, মৃত সাতজনের ৬ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন: রাবিতে ক্যান্টিনের খাবারের দাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪১৯ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১২৬ জন, পটুয়াখালীতে ১০৬ জন, পিরোজপুরে ৬৫ জন, ভোলায় ৪৬ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।
বিএনএনিউজ/ সাইয়েদ কাজল, বিএম