37 C
আবহাওয়া
৯:৩১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমিরাবাদ ইউপি চেয়ারম্যানকে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আমিরাবাদ ইউপি চেয়ারম্যানকে জরিমানা


বিএনএ, চট্টগ্রাম :  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম ইউনুচকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম। তবে ইউপি চেয়ারম্যান ইউনুচের দাবি, ভুলবশত বিজ্ঞপ্তিতে তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর।
তিনি জানান, সাইফুল নামে একজনকে জরিমানা করেছে। বিজ্ঞপ্তিতে ভুলবশত তার নাম সাঁটিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদিও এই ‘ভুলবশতের’ কোন ব্যাখা দিতে পারেন নি তিনি।
জানা গেছে, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় টংকাবতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ক্ষতি সাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ৭ ও ১২ ধারার আলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএনএ/  রায়হান সিকদার,ওজি

Loading


শিরোনাম বিএনএ