29 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » টাঙ্গাইলে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪

টাঙ্গাইলে জুয়ার আসর থেকে উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩৪


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলে জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও দুটি খালি মদের বোতল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ও ভিক্টোরিয়া ক্লাবে জুয়ার আসর চলে আসছিল। যেখানে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলত।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই ৩৪ জনকে আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার পর আটকদের আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ