23 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবিতে দেয়ালিকা উন্মোচন

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবিতে দেয়ালিকা উন্মোচন

শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবিতে দেয়ালিকা উন্মোচন

বিএনএ, ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে শনিবার (১৩ আগস্ট ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেয়ালিকা ‘শোকাশ্রু’ ও পোস্টার প্রেজেন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকাবহ দেয়ালিকা ‘শোকাশ্রু’ উদ্বোধন করেন। বিকেল ৩টায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও আইন অনুষদ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এই দেয়ালিকা উন্মোচন ও পোস্টার প্রকাশ করা হয়েছে। দেয়ালিকাটিতে ভয়াবহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাসহ বিশেষ ঘটনাগুলো স্থান পেয়েছে। পোস্টার প্রেজেন্টেশনে শোকাবহ আগস্ট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা বিষয় ফুটিয়ে তোলা হয়।

এসময় উপাচার্য বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর এ ধরণের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালি জাতির জনক ও স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে। একই সাথে এতে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে’, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ছাত্র পরামর্শ ও নিদের্শনা বিভাগের পরিচালক জনাব বিপ্লব মল্লিকের সঞ্চালনায় পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান ড. মো: আতিকুর রহমান ভূঞা এবং আইন বিভাগের চেয়ারম্যান  বাদশা মিয়া।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিএনএ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
খুলনায় মোটরসাইকেল-ইজিবাইবাইক সংঘর্ষে নিহত ২ হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১০ নবজাতক নিহত রাজধানীতে ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার ২০২৫ সালে সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার বন্ধ হবে : রিজওয়ানা হাসান জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না-উপদেষ্টা আসিফ মাহমুদ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আশুগঞ্জ সার কারখানা চালু কালুরঘাট নতুন সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু: সেতু উপদেষ্টা চট্টগ্রাম নয়, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেওয়া হবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ