16 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে আগুনে পুড়ল শতাধিক বসত ঘর

গাজীপুরে আগুনে পুড়ল শতাধিক বসত ঘর

চট্টগ্রামে শ্বশুর বাড়িতে আগুন

  • বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত শতাধিক বসতঘর। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় ওই ঘরগুলো পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় পেয়ারা বাগানের পাশে লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি টিনশেডের ভাড়া বাড়িতে ছোট ছোট অনেক ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন এলাকার লোকজন স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।

বাড়ির মালিকের দাবি, আগুনে দেড় শতাধিক ঘর ও ঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর হামিদ জানান, আগুনের খবর পেয়ে সন্ধ্যা জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ