22 C
আবহাওয়া
১:২১ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে ফ্রিজ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

হাটহাজারীতে ফ্রিজ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বাসার ফ্রিজ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোবায়ের (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জোবায়ের ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ির জাফরের ছেলে।

শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টায় জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলতে যায়। ফ্রিজটি আগে বিদ্যুতায়িত হয়ে থাকায় ফ্রিজটি স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় জোবায়ের। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সফিউল আজম।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ