আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
সারকারখানার বর্জ্যে এলাকার আশেপাশের মৎস্যজীবিদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, গত মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার বারশত ইউনিয়নের ১নং গবাদিয়া ওয়ার্ডের দুধকুমড়া বেরিবাধের পূর্ব পাশে সিইউএফএলের বর্জ্যের পানি ঢুকে ৬টি পুকুরের মাছ মারা যায়।
সরেজমিনে পুকুরগুলো ঘুরে দেখা যায়, মাছ মরে পুকুরগুলোতে সাদা হয়ে আছে৷ সকাল থেকে মাছগুলো পুকুর থেকে তুলে পারে স্তুপ করে রাখা হয়েছে। দুগর্ন্ধে ভরে গেছে আশপাশ।
ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন খান বলেন, আমার দুই খানির প্রজেক্টে চিংড়ি, কোরাল, টেংরা, তেলোপিয়া, রুই কার্পোসহ বিভিন্ন মাছ মরে প্রায় ৭লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
খোরশেদ আলম নামের আরেক ক্ষতিগ্রস্থ ব্যক্তি বিএনএকে বলেন, আমার ৩খানির(৬০ গন্ডা জমি) প্রজেক্টে প্রায় ৩লক্ষ টাকার মাছ মারা গেছে। এছাড়াও অন্যান্য ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, আগে বর্জ্যের পানি ছাড়ার আগে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হতো কিন্তু এবার পতাকা টাঙ্গানো হয়নি। এভাবে পূর্বসতর্কতা ছাড়া বর্জ্যের পানি ছাড়ায় আমরা পানি আটকানোর কোনো আগাম ব্যবস্থা করতে পারিনি। ফলে আমরা খুব ক্ষতিগ্রস্থ হয়েছি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, এটা সিইউএফএলের নিত্যদিনের কাজ। তাদের এমন কাজে স্থানীয়রা সব সময় ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি বিষয়টি দেখবো।
এবিষয়ে সিইউএফএলের এমডি আখতারুজ্জামান বলেন, সিইউএফএল থেকে বিষয়টি যাচাই বাছায়ের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। আমরা বিষয়টি দেখছি।
বিএনএ, এনামুল হক নাবিদ,জিএন