চাঁদপুর প্রতিনিধি: সদর উপজেলার আব্দুর রব খানের বাসায় ভাড়াটিয়া ছিলেন শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম। তাদের দুই ছেলে মধ্যপ্রাচ্যের দুবাই ও একমাত্র মেয়ে আমেরিকায় থাকেন। গত কয়েকদিন আগে শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম করোনায় আক্রান্ত হন। আশপাশের কাউকেই তারা নিজের অসুস্থতার কথা জানাননি।
নির্জন ঘরে স্ত্রীর লাশ নিয়ে কান্না করছিলেন শাহ আলম ভূঁইয়া । এমন পরিস্থিতি দেখে কাছে যাওয়ার সাহস করেনি প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনরাও।
সোমবার সকাল ৯টার দিকে মারা যান শাহনাজ বেগম। এসময় পাশের একজন ওই বাসায় কান্নার আওয়াজ শুনতে পান। পরে শাহ আলম নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে ঘটনা জানানো হলে তিনি স্থানীয় ইউএনওকে খবর দেন। এরপর ইউএনও এসে মুমূর্ষু অবস্থায় শাহ আলম ভূঁইয়াকে হাসপাতালে পাঠান এবং শাহনাজ বেগম এর মরদেহ দাফনের ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা শাহনাজ গণমাধ্যমকে বলেন, এমন পরিস্থিতিতে শুধু মানবিকতা বিবেচনায় নয়, দায়িত্ববোধ থেকেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।
বিএনএ বাংলানিউজ, এসজিএন