বিএনএ, বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় তৈনখালে ভাসমান এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাসান নামে আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছে এখনো। শুক্রবার (১৩ জুন) সকালে তৈনখালের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘাট এলাকায় স্থানীয়রা খালে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় নিশ্চিত হওয়া যায়, এটি নিখোঁজ নারী পর্যটক স্মৃতির মরদেহ।
জানা গেছে, গত সোমবার (৯ জুন) ‘ট্যুর এক্সপার্ট’ নামে একটি পর্যটক দল বান্দরবানের আলীকদমে আসে। দলের নেতৃত্বে ছিলেন ‘বর্ষা’ নামে এক নারী ট্যুর অপারেটর। সহ-সমন্বয়ক হিসেবে ছিলেন হাসান চৌধুরী, আর স্থানীয় গাইড হিসেবে যুক্ত ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। ৩৩ সদস্যের এই দলটির গন্তব্য ছিল আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির সাকাহাফং পাহাড়ের চূড়া।
দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাত্রা করে—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন। ২২ সদস্যের দলের মধ্যে ১৯ জন একটি পাহাড়ি ঝিড়ি পার হতে পারলেও দুই পর্যটক এবং একজন ট্যুর অপারেটর—প্রবল স্রোতে ভেসে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন পাহাড়ি ঝিড়ি পার হওয়ার সময় আকস্মিক পাহাড়ি ঢলে তারা ভেসে যান। পরে বৃহস্পতিবার উদ্ধার হয় শেখ জুবাইরুল ইসলামের মরদেহ, আর শুক্রবার মিলল স্মৃতি নামের এই নারী পর্যটকের দেহ। এখনও নিখোঁজ রয়েছেন ট্যুর অপারেটর হাসান চৌধুরী।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিমন জানান, আমি ঘটনাস্থলে রয়েছি। আজ উদ্ধার হওয়া মরদেহ নিখোঁজ দুই পর্যটকের মধ্যে একজন।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, “আরও একজন নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হাসান চৌধুরীর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
বিএনএনিউজ/এইচ.এম।