26 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ


বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করেন। প্রায় ৪৫ মিনিট তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা যায়, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জাবালি তার বান্ধবীসহ সাভার থেকে ব্যাটারিচালিত রিকশাযোগে ক্যাম্পাসে আসছিলেন। সাভারের সিএন্ডবি এলাকায় পৌঁছালে মুখ বাঁধা অবস্থায় তিনজন ছিনতাইকারি ধারালো অস্ত্রসহ রিকশার গতি রোধ করেন। এ সময় চাপাতি দিয়ে কোপ দিলে জাবালির ডান হাতের পাঁচটি আঙুল কেটে যায়। তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ছিনতাইকারিরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় জাবালিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ছাত্ররা কিছু দাবি জানিয়েছেন। আমরা দাবিগুলো শুনেছি। তবে সব কিছু আমাদের এখতিয়ারে নেই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ