25.5 C
আবহাওয়া
৪:৫৯ পূর্বাহ্ণ - মে ১৪, ২০২৫
Bnanews24.com
Home » ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’


প্রচণ্ড রোদ আর গরমে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্থি । হাঁসফাঁস করছে সবাই ।  তখন দেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

ফেসবুকে দেয়া ওই পোস্টে  এই আবহাওয়াবিদ জানান, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘শক্তি’। এই নামটি শ্রীলঙ্কার দেয়া।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশের খুলনা বিভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

এর আগে চলতি মাসে দেশে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে (মে, ২০২৫) এমন  শঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া সংস্থাটি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ