25 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে আলী চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলীতে আলী চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলীতে ফ্যানের সাথে যুবকের আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রকাশ আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা পুলিশ।

গ্রেপ্তার আলী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে ভূমি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজনীতি করলেও পরে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খানের রাজনীতিতে যোগ দেন। তিনি দলের মনোনয়ন না পেলেও স্বতন্ত্র থেকে উপজেলা নির্বাচন করেন। যদিও ওই নির্বাচনে তিনি পরাজিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর কাছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আলী চেয়ারম্যানকে গ্রেপ্তার করে নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ