বিএনএ, ঢাকা : রাজধানীর কুড়িল কাজীবাড়ী এলাকায় গাড়ির ধাক্কায় কেয়া আক্তার (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা পথচারী রমজান আলী জানান, কুড়িল কাজীবাড়ী এলাকায় অজ্ঞত দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের নাম ছাড়া আমি কিছু জানতে পারিনি। এলাকার লোক জনের মুখে জানতে পেরেছি নিহত ওই নারী এলাকাতেই পোশাক শ্রমিকের কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।