25 C
আবহাওয়া
৫:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নাসের রহমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নাসের রহমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

নাসের রহমানের ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বিএনএ, মৌলভীবাজার :পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপির নেতাকর্মীরা। গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রঘোষিত মানবন্ধন কর্মসূচীতে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানসহ দলীয় অন্যান্য নেতাকর্মীদের ওপর আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

সোমবার বিকেলে শহরের শাহমোস্তাফা ঈদগাহ প্রাঙ্গন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহমোস্তফা সড়কে যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। এর পর লেইক রোড হয়ে সৈয়দ মুজতবা আলী সড়ক দিয়ে চৌমুহনায় যাওয়ার পথে ওয়ের্ষ্টান প্লাজার সামনে বিপুল সংখ্যক পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিলটি আটকে দেয়। পুলিশের সাথে দলীয় নেতাকর্মীদের উত্তেজনা দেখা দিলে সেখানে দলীয় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়। এসময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বিক্ষুদ্ধ নেতাকর্মীদের শান্ত হওয়ার আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন-বর্তমান ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পেটুয়াবাহিনী আইনশৃৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা লাটিসোটা,দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গত ১১ মার্চ দুপুরে শহীদ মিনারের সামনে আমাদের কেন্দ্রঘোষিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। শুধু তাই নয় সাবেক এমপি এম নাসের রহমানসহ দলের নেতাকর্মীদের ওপর নগ্ন হামলা করে গুরুতর আহত করে। পুলিশ প্রশাসন এসময় নিরব ছিল। তারা কাউকে আটকায় নাই। বরং বিএনপির নেতাকর্মীরা যাতে নিষ্পেষিত হয়-নির্যাতিত হয়,মার খায় এটা তার প্রত্যক্ষ করে। এ ঘটনা মৌলভীবাজার বাসী স্বচক্ষে দেখেছেন।

জেলা বিএনপির সহ-সভাপতি ফয়সল আহমেদের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি আশিক মোশাররফ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ¦ল,সাধারণ সম্পাদক এম এ মোহিত,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,যুবদল নেতা আবুল কাশেম, স্বেচ্ছাসেবকদলের প্রথম যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহান চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সৈয়দ জাবেদ আলী নাইম।

বিএনএ/ ইমাদ উদ দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ