28 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে সেনা ঘাটিতে রুশ হামলা; নিহত ৩৫

ইউক্রেনে সেনা ঘাটিতে রুশ হামলা; নিহত ৩৫

ইউক্রেনে হামলা

বিএনএ ডেস্ক, ঢাকা: ইউক্রেনের পোলান্ড সীমান্তবর্তী লিভিভ শহরের একটি সামরিক ঘাটিতে রুশ ক্ষেপনাস্ত্রের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত প্রায় দেড় শতাধিক।

রবিবার (১৩ মার্চ) এ হামলার তথ্য নিশ্চিত করেছেন, লভিভ অঞ্চলের গভর্নর।

তিনি জানান, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) নামের এই সামরিক ঘাঁটিতে রুশ সেনারা ৩০টি’র মত রকেট নিক্ষেপ করেছে। শনিবারও রুশ সেনারা সেখানে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম।

ইউক্রেন জানায়, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিভিভ থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইয়াভোরিভ জেলায় অবস্থিত। এটি মূলত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ গণমাধ্যমে বলেন, হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিশেষ করে শান্তিরক্ষা মিশনের জন্য ২০০৭ সালে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্র (আইপিএসসি) গঠিত হয়।

বিএনএ/ এ আর

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ