30 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে অনশনে দুই শিক্ষার্থী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে অনশনে দুই শিক্ষার্থী


বিএনএ, ঢাকা : আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অনশন শুরু করেন।

অনশনে বসা দুই শিক্ষার্থীর একজন ঢাবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ওমর ফারুক। অপরজন দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী মো. আবু সাঈদ।

ওমর ফারুক বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে হত্যা, মামলা, গুম-খুন করেছে। কোনো ধরনের বিচার হয়নি। মূলত শেখ হাসিনা বিচারব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। চব্বিশের জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তবুও ছাত্র হত্যাসহ বিগত ১৬ বছরের অপরাধের কোনো বিচার হয়নি।

তিনি আরও বলেন, কিছুদিন পর পর কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে। আবার ১৫-২০ দিন যেতেই জামিন পেয়ে যায়। সাধারণ একটা মানুষ হত্যার আসামি হলে তাকে অনেক দিন জেলে রাখা হয়। অথচ প্রায় দুই হাজার মানুষ হত্যাকারীর একজনকেও কি আপনারা যথাযথ বিচার করতে পারছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রলীগ হামলা করলো- উপাচার্য কয়জনকে বিচারের আওতায় এনেছেন? কতজন শিক্ষক-ছাত্রলীগ নেতা বহিষ্কার হয়েছেন? সুতরাং আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ ছাড়া আমরা অনশন ভাঙবো না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ