30 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » ২০২৪ সালে ১২৪ সাংবাদিক নিহত

২০২৪ সালে ১২৪ সাংবাদিক নিহত

Committee to Protect Journalists

বিশ্ব ডেস্ক: নিউইয়র্কভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত বছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের প্রায় ৭০ শতাংশের প্রাণহানির জন্য দায়ী ইসরাইল।

বুধবার(১২ ফেব্রুয়ারি ২০২৫) এক প্রতিবেদনে সিপিজে জানায়, ২০২৪ সালে ১৮টি দেশে ১২৪ সাংবাদিক নিহত হয়েছেন। তিন দশকেরও আগে থেকে সিপিজের সংখ্যা রেকর্ড শুরু করার পর থেকে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের জন্য ২০২৪ সাল ছিল সবচেয়ে মারাত্মক বছর।

গাজায় সংঘটিত ইসরাইলের যুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর হাতে ৮৫ জন সাংবাদিক নিহত হন। তবে ফিলিস্তিনি সূত্র মতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত গাজায় মোট ২০৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সংস্থাটি আরো জানায়, গত বছর হাইতি, মেক্সিকো, মায়ানমার, সুদান এবং অন্যান্য স্থানে কমপক্ষে ২৪ জন সাংবাদিককে তাদের কাজের কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেছে যে ইসরাইল কমপক্ষে ১০ জন সাংবাদিককে টার্গেট করে হত্যা করেছে।

সিপিজের প্রধান নির্বাহী কর্মকর্তা জোডি গিন্সবার্গ বলেন, ‘সিপিজের ইতিহাসে সাংবাদিক হওয়ার জন্য আজ সবচেয়ে বিপজ্জনক সময়। গাজার যুদ্ধ সাংবাদিকদের ওপর অভূতপূর্ব প্রভাব ফেলেছে। এ যুদ্ধ সংঘাতপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশ্বব্যাপী নিয়মের একটি বড় অবনতি প্রদর্শন করে। তবে এটিই একমাত্র জায়গা নয় যেখানে সাংবাদিকরা বিপদের মধ্যে রয়েছেন।’

সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালে ১০২ জন এবং ২০২২ সালে ৬৯ জন সাংবাদিক নিহত হন। এর আগে রেকর্ড সংখ্যক প্রাণহানি ঘটেছিল ২০০৭ সালে। সে সময় ১১৩ জন সাংবাদিক নিহত হয়েছিলেন, যার প্রায় অর্ধেকই ইরাক যুদ্ধের কারণে হয়েছিল।

 

বিএনএ,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ